নিজস্ব সংবাদদাতা: কলকাতার বৌবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সুড়ঙ্গ নির্মাণের কাজ গতকাল শেষ হয়েছে। সুড়ঙ্গ খননকারী যন্ত্র ‘উরভি’র মাধ্যমে ৮০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ খননের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই মেট্রো করিডরে সুড়ঙ্গ নির্মাণের সমস্ত কাজ শেষ হল। বৌবাজার এলাকায় বহু শতাব্দী প্রাচীন বাড়ি থাকায় সুড়ঙ্গ নির্মাণের কাজ ছিল অত্যন্ত কঠিন। ভারতীয় রেল কোভিড-১৯ প্রোটোকল অনুসরণ করে মহামারীর মধ্যেও সাফল্যের সঙ্গে শেষ ৮০০ মিটার সুড়ঙ্গ খননের কাজ সফলভাবে শেষ করেছে। সুড়ঙ্গ খননকারী যন্ত্র ‘উরভি’ এর আগে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত পূর্ব অভিমুখী সুড়ঙ্গ নির্মাণের কাজ গত বছরের ৯ অক্টোবর শেষ করেছিল। এরপর এই সুড়ঙ্গ খননকারী যন্ত্রটিকে শিয়ালদহ থেকে বৌবাজার পর্যন্ত ৮০০ মিটার দীর্ঘ পশ্চিম অভিমুখী সুড়ঙ্গ নির্মাণের কাজে লাগানো হয়।
গতকাল ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের বাকি সুড়ঙ্গ নির্মাণের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র সুড়ঙ্গ নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। শিয়ালদহ থেকে বৌবাজার পর্যন্ত ৮০০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গ নির্মাণের জন্য খনন যন্ত্র ‘উরভি’কে শিয়ালদহ উড়ালপুলের নিচ দিয়ে খনন কাজের জন্য ব্যবহার করা হয়। সুরক্ষাজনিত কারণে তিনদিন শিয়ালদহ উড়ালপুলে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সুড়ঙ্গ নির্মাণের কাজ শেষ হওয়ার পর খনন যন্ত্র ‘উরভি’ এবং আরও একটি যন্ত্র ‘চণ্ডী’র যাবতীয় যন্ত্রাংশ ধীরে ধীরে খুলে ফেলা হবে। বৌবাজার চত্বরে একাধিক শতাব্দী প্রাচীন বাড়ি থাকার দরুণ এবং সুড়ঙ্গে জলের প্রবাহ নিয়ন্ত্রণে যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলার ফলে খনন কাজ শেষ হতে সময় লেগেছে।