মাস্ক ছাড়াই হুগলির সিঙ্গুর সংলগ্ন পেট্রোল পাম্পে তেল দিতে দেখা যাচ্ছে পাম্পের কর্মীদের

nasibpur-pumpনিজস্ব সংবাদদাতা: সারা দেশে এই মূহুর্তে যখন কোভিড -১৯ তার দ্বিতীয় থাবা বসিয়ে ভয়ংকর রূপ ধরণ করেছে সেই মূহুর্তে আমাদের রাজ্যের হুগলি জেলার সিঙ্গুর সংলগ্ন একটি পেট্রোল পাম্পের কর্মীদের দেখা গেল মাস্ক ছাড়াই তেল দিতে। কেন তারা মাস্ক ব্যবহার করছেন না এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা হেসে বিষয়টিকে উড়িয়ে দেন, যেন মাস্ক ব্যবহার করতে বলে দেশের সরকার খুবই অন্যায় করে ফেলেছেন, আর করোনা রোগটি যেন তাঁদের কথা মত আসবে যাবে। যদিও এই অবস্থা আমাদের রাজ্যে কমবেশি সবখানেই দেখতে পাওয়া যাচ্ছে, এখনও মাস্ক বিহীন মানুষদের পথে ঘটে দেঝতে পাওয়া অসম্ভব কিছুই নয়। এখনও কিন্তু সচেতন নয় আমরা, হাজার নয় লক্ষ মৃত্যু মিছিল দেখার পরেও। আমরা কী কোনোদিনই সচেতন হব না।

%d bloggers like this: