সৌমাভ মণ্ডল: বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি বিধানসভার জেলিয়াখালী, ভাঙা তুষখালী ও পাখিরালয় সহ একাধিক গ্রাম আম্ফানে বিপর্যস্ত হয়ে গিয়েছিল। বিপুল পরিমাণে ক্ষতি হয়েছিল বাড়ি থেকে শুরু করে চাষযোগ্য জমির। কিছুদিনের মধ্যেই রাজ্য সরকার প্রচেষ্টায় এইসব জায়গাগুলোতে সুন্দরবনবাসি আবার মূল স্রোতে ফিরে আসে।সেই রকম গ্রামেই এদিন প্রচার সারলেন সন্দেশখালি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুকুমার মাহাতো। আম্ফানের পরে রাজ্য সরকার যেভাবে সুন্দরবনবাসীর পাশে দাঁড়িয়ে তাদের বাড়ি ও চাষযোগ্য জমি পুনরুদ্ধার করে মূলস্রোতে ফিরিয়ে এনেছে; এদিন সেই বার্তাই মানুষের কাছে পৌছে দিলেন সন্দেশখালি বিধানসভার তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক শেখ শাহজাহান, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য তথা সন্দেশখালি ২নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবপ্রসাদ হাজরা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
এদিন আদিবাসী ও সংখ্যালঘু সহ সমস্ত সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে বিগত ১০ বছরের রাজ্য সরকারের সমস্ত রকম খতিয়ান বিশেষ করে আম্ফান পরবর্তী সময়ে রাজ্য সরকারের ভূমিকা কি ছিল সেগুলি মানুষের কাছে পৌঁছে দেন।