শুভদীপ দে: কোন্নগরে রাজরাজেশ্বরী সেবা মঠে দোল উৎসব উপলক্ষে পুণ্যার্থীরা আসতে শুরু করেছে। প্রথমদিন ছিল দোল এবং দ্বিতীয় দিন হোলি। হোলির দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা গেছে পুণ্যার্থীদের ভীড়। ভীড় সামাল দিতে এবং পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা গ্রহণ করাও হয়েছিল। এই সময় মন্দির খোলা থাকে সারা রাত। সেবা মঠের প্রধান পুরোহিত ব্রহ্মচারী সচ্চি স্বরূপ এবং সঞ্জু ত্রিবেদী বলেন প্রতিবছর দোলের দুই দিন কয়েক শত ভক্তের সমাগম হয় মন্দিরে। দোলের দুদিন রাধা ও কৃষ্ণ ঠাকুর কে ভোগ নিবেদন করা হয়। পূজাতে নিবেদন করা হয় দুধ, দই, মাখন পায়েস, চাটনি, পোলাও, মধু, ফল বিভিন্ন রকমের মিষ্টি, খিচুড়ি, ৫ রকমের ভাজা, চিনি, গঙ্গাজল। নিরাপত্তা ব্যবস্থাও থাকে জোরদার। ভোরে মন্দিরে মঙ্গল আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মন্ত্র এবং স্ত্রোত পাঠের মাধ্যমে বিশেষ পূজা পাঠ হয়। মঠে রাধারানীর এই দোলযাত্রা দেখতে ভোর থেকেই মানুষের ঢল নামে। রাজরাজেশ্বরী মঠের সামনে শুরু হয় আবির খেলা। সারাদিন ধরে চলে পূজা পাঠ, হোম, যজ্ঞ হোলির আগের দিন চাঁচর হয়। সেখানে ন্যাড়াপোড়া করে অশুভশক্তির নাশ করা হয়। মন্দিরে আরো অনেক বিগ্রহ রয়েছে। হোলির দিন সেগুলোরও পূজা হয়। মন্দিরে ৬৪টি যোগিনীর পূজা হয়। সকালে শোভাযাত্রা বের হয় এতে কয়েক শত ভক্ত সামিল হন।