মাস্ক ব্যবহার ছাড়া মেট্রোয় উঠতে দেওয়া হবে না

metroনিজস্ব সংবাদদাতা: দেশে কোভিড-১৯ আক্রান্তের ঘটনা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীরা মাস্ক ব্যবহার করছেন কিনা, সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন। মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, মাস্ক ব্যবহার ছাড়া স্টেশন চত্বরে কোনও যাত্রীকে প্রবেশে অনুমতি দেওয়া হবে না। মেট্রো সুরক্ষা বাহিনী বা রেল সুরক্ষা বাহিনী মাস্ক ব্যবহার করছেন না, এমন কোনও ব্যক্তিকে যাত্রায় অনুমতিও দেবে না। কর্তৃপক্ষ আরও সিদ্ধান্ত নিয়েছে, মাস্ক ব্যবহার না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মেট্রো স্টেশন চত্বরে স্টেশন এলাকা ও ট্রেনে যাত্রার সময় মাস্ক ব্যবহারের পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্কবার্তা ঘোষণা করা হচ্ছে। বারবার স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেওয়া হচ্ছে যাত্রীদের।

সংবাদ ঋণ-পিআইবি
error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading