প্রার্থী বদলের দাবিতে আমরণ অনশনে বিজেপির কর্মীরা

sinhurনিজস্ব সংবাদদাতা, হুগলি:  আজ পশ্চিমবঙ্গ বিধানসভার আসন্ন নির্বাচনের জন্য শেষ ৪ দফার প্রার্থী তালিকা দিল্লি থেকে প্রকাশ করেছে বিজেপি। যদিও এর আগে প্রকাশ করা বিজেপির প্রার্থী তালিকা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। যার ফল স্বরূপ লক্ষ করা গেছে রাজ্য বিজেপির অফিসে এসে বিজেপি কর্মীদের অংদলন করতে। এই রাজ্যের অন্যতম আলোচিত কেন্দ্র হুগলি জেলার সিঙ্গুর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সদ্য তৃণমূল ত্যাগী রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যকে। আর এই নিয়েই এখনকার আদি বিজেপি কর্মীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে ইতোমধ্যেই এখনকার বিজেপি কর্মীরা নানা ভাবে তাদের অসন্তোষ প্রকাশ করেছে। যদিও তাঁদের দাবির প্রতি কোনরূপ কর্ণপাত করেনি বিজেপির উচ্চ নেতৃত্ব। আর এই কারণেই আজ থেকে সিঙ্গুরের বুড়াশান্তি এলাকায় আমরণ অনশনে সামিল এখনকার আদি বিজেপি কর্মীরা।

এই অনশন প্রসঙ্গে হুগলি জেলার বিজেপির ওবিসি মোর্চার সহ-সভাপতি পলি পাল বলেন তাঁরা  কোনোদিনই তৃণমূলের দলদাস, তৃণমূলের গুপ্তচর রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যকে সিঙ্গুরের বিজেপির প্রার্থী হিসাবে মানবেন না। এর কারণ হিসাবে তিনি বলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য মানুষ হিসাবে ভাল নন, এই রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যই অতীতে বিজেপির বহু কর্মীদের জেল খাটিয়েছেন। তিনি বলেন যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব সিঙ্গুরের প্রার্থীকে পরিবর্তন করছে ততদিন পর্যন্ত তাঁরা তাঁদের অনশন চালিয়ে যাবেন। এখনকার বিজেপি কর্মীরা দাবি করেন তাঁরা বিজেপি ছিলেন-আছেন-থাকবেন। যদিও তাঁদের এই দাবি এখন কতটা মেনে নেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন সেটাই দেখার।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading