ভারত-বাংলাদেশ সীমান্তে প্রচারে তৃণমূল প্রার্থী

basirhat-13jpgসৌমাভ মণ্ডল: বসিরহাট মহকুমার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চিকিৎসক ডাঃ সপ্তর্ষী ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের বসিরহাট ১নং ব্লক সভাপতি শাহানুর মন্ডল, বসিরহাট ১ পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ‍্যক্ষ সফিকুল দফাদার, তৃণমূল যুব ব্লক সভাপতি শারিফুল মন্ডল ও তৃণমূল নেতা চন্দ্রনাথ রায়চৌধুরীরা ভারত-বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা, গাছা-আখারপুর, পাইকারডাঙ্গা, বেনে বউ ও কলাপোতা সহ সীমান্তের বিভিন্ন গ্রামগুলিতে প্রচারে নামলেন।

একদিকে সীমান্তের মানুষের সঙ্গে অন্যদিকে সীমান্তের বিস্তীর্ণ অঞ্চলে যে ইঁট ভাটা রয়েছে সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলে সংযোগ বাড়িয়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য। ব্লক সভাপতি শাহানুর মন্ডল বলেন, “২০১৬ সালে বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস ২৪ হাজার ভোটে জিতেছিল, সেই জেতার মার্জিন বাড়িয়ে এবার ৩০ হাজার ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী। এখানে তৃণমূল প্রতীকটাই বড় কথা, প্রার্থী নয়।”

%d