পোলবায় একদিনের ভলিবল

polba-2

শ্যামল কুমার সিনহা: আবারো প্রমাণ করলো নিজেদের মাঠে তারাই সেরা। পোলবায় স্পোর্টস একাডেমী গঠন করা হয়েছিল ২০১৪ সালে। গ্রামের ছেলেমেয়েদের খেলাধূলায় যুক্ত করে কেউ বা ন্যাশানাল, আবার কেউ রাজ্যে অংশগ্রহণ করে একাডেমীর সম্মান বৃদ্ধি করেছেন। শনিবার পোলবার মাঠে স্পোর্টস একাডেমীর বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে একদিনের ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্বর্গীয় উপেন্দ্রনাথ  দাস ও চম্পা ভট্টাচার্যের স্মরণে এই প্রতিযোগিতায় আটটি দল অংশ নিয়েছিল। সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জলপাইগুড়ির আই, সি সুকোমলকান্তি দাস। দীর্ঘদিন করোনা আবহে খেলাধূলা থেকে খেলোয়াড়রা দূরে সরে ছিল। একদিনের এই ভলিবলকে কেন্দ্র করে এলাকায় দর্শকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্যনীয়, চূড়ান্ত পর্বের খেলায় পোলবা স্পোর্টিং একাডেমী ভদ্রেশ্বর ইউনাইটেড এ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন  হয়। খেলোয়াড়দের উৎসাহ দিতে ব্লক সভাপতি টিয়া পাত্র, সুপ্রিয় বড়ুয়া, প্রধান প্রদীপ মালিক,  অশোককুমার পাল,  সমীর শীল,  রাকেশ নিয়োগীসহ বিশিষ্ট জনেরা উপস্হিত ছিলেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading