নিজস্ব সংবাদদাতা: অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সরস্বতী পূজার দিন সকালে রাজপুর সোনারপুর পৌরসভার হরিনাভি স্কুলের মাঠে লিঙ্গ নিরপেক্ষ আইন ও পুরুষ কমিশনের দাবিতে এক সভার আয়োজন করা হয়। এই সভায় অভিযানের বিভিন্ন শাখার সদস্য ও সদস্যারা উপস্থিত থেকে ভারতবর্ষের পুরুষদের অধিকারের জন্য তাঁদের যে লড়াই সেই বিষয়ে ওই এলাকার সাধারণ মানুষদের সচেতন করফে তোলেন। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের প্রতি হওয়া বিভিন্ন অত্যাচারের ব্যাপারেও সাধারণ জনগণকে সচেতন করেন।
পুরুষ কমিশন ও লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবীর পাশাপাশি অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বলে জানান অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে সুমন সাধুখা