সঞ্জয় মুখোপাধ্যায়: রাজ্য দখলে মরিয়া বিজেপি, তাই তারা এবার সেই লক্ষ্যে পৌঁছতে ঢেলে সাজাচ্ছে তাঁদের আইটি সেলকে। কারণ বিজেপি চাইছে সামাজিক মাধ্যমে আরও বেশি করে হাজির থেকে সাধারণ মানুষের মন জয় করতে। এছাড়াও রাজ্য বিজেপির এই আইটি সেল রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিও খতিয়ে দেখবে বলে সংবাদে প্রকাশ। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সর্ব্বভারতীয় নেতা অমিত শাহ কলকাতায় বিজেপির আইটি সেলের জয়ধ্বনি অনুষ্ঠানে এসে রণকৌশল ঠিক করে এগোতে আইটি সেলের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। রাজ্য বিজেপির পক্ষে বিজেপি মহিলা মোর্চা’র কনভেনর মহুয়া চক্রবর্তী চৌধুরী জানান তাঁরা তাঁদের আইটি সেলকে আরও ঢেলে সাজিয়ে তুলছেন মূলত সাধারণের সঙ্গে পথ চলে এই রাজ্যের শাসন ক্ষমতা কেন বিজেপিকে প্রয়োজন সেই বিষয়ে অবগত করবেন।