এবার রাজনীতির রং বাংলার হস্ত এবং পট শিল্পে

pot-chaসঞ্জয় মুখোপাধ্যায়: এবার রাজনীতির রং লেগেছে বাংলার হস্তশিল্প এবং পট শিল্পে। সবুজ থেকে গেরুয়া  নীল সাদা সহ বিভিন্ন রঙের ছোঁয়া দেখা যাচ্ছে এবার হস্তশিল্পে ।এমনই এক অভিনব উদ্যোগ নিয়ে এলো কলকাতায় রবীন্দ্র সরোবরে প্রত্যয় ডট কম। ঠিক ভোটের আগেই তারা বাংলার হস্তশিল্প এবং পট শিল্পের মাধ্যমে বর্তমান রাজনীতির যে অবস্থা তাই তারা ফুটিয়ে তুলছে এবার তাদের শিল্পকলার মাধ্যমে ।কখনো  সবুজ তো কখনো গেরুয়া ।শুধু তাই নয় আকার সাথেও গলার সুর তুলেছেন তারা ।যে সমস্ত শিল্পীরা এখানে রয়েছেন তারা বাংলার বর্তমান রাজ্য সরকারের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে সহায়তা পেয়েছেন বলেও জানিয়েছেন । তাই আনন্দ সহকারে বাংলার দিদির ছবি তারা আনন্দ সহকারে ফুটিয়ে তুলেছেন। তবে অন্যদিকে বিরোধী পক্ষের নেতা-নেত্রীরাও তাদের গ্রামে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস প্রদান করেছে। সে কথা বলতে কিন্তু তারা ভুলে যাননি ।তাদের বিভিন্ন ছবি গেরুয়া রং এর মাধ্যমে তারা কিন্তু তাদের শিল্পকলায় ফুটিয়ে তুলছেন। তবে কে জিতবে কে হারবে তাদের কাছে বড় বিষয় নয় ।তাদের কাছে বড় বিষয় তারা কাদের কাছ থেকে তারা সহায়তা পাচ্ছে । তাদের জীবনযাপন কেমন চলছে, সেটাই তাদের কাছে বড় বিষয় । আর সেই চিত্রটাই তারা তাদের শিল্পকলার মাধ্যমে ফুটিয়ে তুলেছে।

এর পাশাপাশি তারা রামায়ণ-মহাভারত এই সমস্ত কাহিনীগুলো তারা তাদের শিল্পকলার মাধ্যমে বাস্তবায়িত করে তুলেছে ।কখনো পটশিল্প কখনো আঁকার খাতা বিভিন্ন রঙে ভরিয়ে তুলেছেন ।তারা সেইসঙ্গে গান গাইছেন দিদিকে নিয়ে ।এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছে  প্রত্যয় ডটকম ।রবীন্দ্র সরোবরে এমনই এক মেলার আয়োজন বসেছে ।শুধু তাই নয় মানুষ বর্তমান সময়ে আলাপ আলোচনা করতে গেলে রাজ্য রাজনীতি নিয়ে চায়ের ভারে সবার আগে তুফান তোলে। সেই চায়ের ভাঁড় তাকেও এবার শিল্পীর তুলির টানে ও তারা বদলে দিয়েছেন ।কখনো তা নীল-সাদা তো কখনো তা গেরুয়া ।আবার কখনোবা দিদির ছবি আঁকা ।যারা যে দলকে সাপোর্ট করেন তারা সেই চায়ের কাপ অবশ্যই তুলে নিতে পারেন ।যদিও শিল্পীদের কাছে প্রধান উদ্দেশ্য তাদের নিজের সত্তাকে শিল্পের মাধ্যমে তুলে ধরা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading