২২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক

taxiনিজস্ব সংবাদদাতা:  ২২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি, ওলা, উবের সকলে মিলে  প্রত্যেকদিন বাড়ছে পেট্রোল জিজেলের দাম। কিন্তু সেভাবে তাদের ভাড়া বাড়ানো হয়নি। আর তাই এর  প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সকাল ৭ টা থেকে ২৪ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে  ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি । কমিটির দাবী , ২০১৮ সালে ডিজেলের দাম ছিল ৭২.৮৩ টাকা। ২০২১ ফেব্রুয়ারি মাসের ডিজেলের দাম হয়েছে প্রায় ৮০ টাকার বেশি। ২০১৮ সালের পর ভাড়ার দিকে নজর দেয়নি রাজ্যের পরিবহন দফতর।  সর্বনিম্ন ভাড়া ৫০ টাকার দাবিতেই এই ধর্মঘট। অগে যা ছিল ৩০ টাকা। প্রথম ২ কিলোমিটারে ৩০ টাকার জায়গায় নতুন ভাড়া করতে হবে ৫০ টাকা। এরপর কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়াতে হবে ২৫ টাকা করে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading