সঞ্জয় মুখোপাধ্যায়: কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নির্ভীক সুভাষ নামে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকর। আজাদ হিন্দ ফৌজ সেইসময়ে যে সকল অস্ত্রশস্ত্র ব্যবহার করেছিল তারই এক প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন তিনি।
এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মাননীয় রাজ্যপাল আবারও মুখ খুললেন রাজ্যের বর্তমান শাসক দলের বিরুদ্ধে। রাজ্যপাল বলেন দায়িত্ব নেওয়ার সময় থেকেই তিনি দেখছেন এই বাংলায় যে সিন্ডিকেট রাজ ছিল তা আজও বহাল রয়েছে। পশ্চিমবঙ্গে আজ এক বস্তা সিমেন্ট কিনতে গেলেও সিন্ডিকেটের শিকার হতে হয় বলেও অভিমত প্রকাশ করেন রাজ্যপাল এদিন।