সঞ্জয় মুখোপাধ্যায়: বাংলার মানুষের কেয়ারটেকার এই রাজ্যের তৃণমূল সরকার। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডে দুয়ারে দুয়ারে সরকারের প্রচারে গিয়ে এই মন্তব্য করেন। সেইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নের জন্য কি কি কাজ করেছেন তাঁর খতিয়ানও তুলে ধরেন তিনি। বাংলার মানুষ যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করার জন্য তাদেরকে ধন্যবাদ দেন ফিরহাদ হাকিম। তার সঙ্গে ছিলেন দেবাশীষ কুমার, সাংসদ মালা রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।