পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে বিজেপির সঙ্গে মিলে ১০ টি আসনে লড়াই করবে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া

sanjay-muk-2সঞ্জয় মুখোপাধ্যায়:  এই রাজ্যে এসে বিজেপির সাথে হাত মিলিয়ে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন কেন্দ্রের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী তথা ডঃ ভীম রাও আম্বেদকরের প্রতিষ্ঠিত দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার জাতীয় সভাপতি রামদাস আঠবলে। সম্প্রতি উত্তর ২৪পরগনার বিরাটিতে একদিনের সফরে এসে দলের কর্মী সভায় তিনি বলেন বাবা সাহেব আম্বেদকর দীক্ষায় দীক্ষিত রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া সারা দেশ জুড়ে দলিত, বঞ্চিত, শোষিত শ্রেণীর স্বার্থে লড়ছে, পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে বিজেপিকে সঙ্গে নিয়ে কম করে ১০ টি আসনে লড়াই করবে এবং এই রাজ্যে বিজেপির সরকার  গড়তে সাহায্য করবে।

%d