মারের বদলা মার – অগ্নিমিত্রা পাল

agnimitra-palসঞ্জয় মুখোপাধ্যায়: রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল গতকাল দক্ষিণ 24 পরগনায় ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য পুলিশের প্রতি অভিযোগ করে বলেন তাঁরা অর্থাত্‍ বিজেপির মহিলা কর্মীরা যখন ডায়মণ্ড হারবারের ঘটনার প্রতিবাদ জানাচ্ছিলেন তখন এই রাজ্যের পুলিশ(ছেলে পুলিশ)  তাঁদের দলের মেয়েদের গায়ে হাত দিয়েছেন, মেয়েদের পেটে লাথি মেরেছে, তার বেলায় কিছু হয় না? অগ্নিমিত্রা বলেন আমার গায়ে হাত দিলে আমি কি চুপ করে থাকবো, উনি দাবী করেন ওনার কাছে ছবি আছে ওনাদের মহিলা কর্মীদের এই রাজ্যের ছেলে পুলিশ পেটে লাথি মারছে, তিনি উপস্থিত মিডিয়াকে প্রশ্ন করেন আপনার কেন ওই সকল ছবি প্রকাশ করেন না? তিনি বলেন আর মাত্র চার মাস বাকি, পুলিশ ও যে সকল মিডিয়া এখনও আমাদের সঙ্গে নেই তাঁরা কেন বুঝতে পারছেন না আর মাত্র চার মাস পরেই তাঁদের দল এই রাজ্যের সিংহাসনে বসতে চলেছে। মারের বদলা মার এই বিষয়ে বলতে গিতে তিনি বলেন, ‘মার কা বদলা তো মারই হবে, আজ যদি কেউ এসে ভারতীয় জনতা পার্টির মহিলা কর্মীদের মারে তাহলে মারের বদলা মারই হবে।’ আর মাত্র চার মাস, পাঁচ মাস বাদেই তাঁরা মারের বদলে মার দিয়ে বদলা নেবেনই বলে অগ্নিমিত্রা জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী কলপারের ভাষা বলে অভস্ত্য তিনি এই ভাষাই বলে এসেছেন এবং এখনো বলছেন, উনি বুঝে গেছেন আগামী ২০২১এ উনি আর থাকছেন না তাই উনি ওনার অন্য রাজ্যের অ্যাডভাইসারের কথা মত বিজেপিকে মেরে ধরে আটকাতে চাইছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না যতই উনি আমাদের আক্রমণ করবেন ততই বিজেপি ২০২১এ এই রাজ্যের সিংহাসনের দিকে এগিয়ে যাবে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading