সুফল তর্কালঙ্কার, সংবাদ প্রতিখন: পুলিশ, শব্দটার সঙ্গে আমরা সেই শিশুকাল থেকেই অতি পরিচিত। পুলিশ নামটা শুনলেই অতি বড় ডাকাবুকোরও কিছুটা হলেও হৃদকম্প শুরু হয়ে যায়। আসলে পুলিশের পোষাকটাই সাধারণের থেকে এই পেশায় যুক্তদের কিছুটা হলেও আলাদা করে রেখেছে। সমাজের সকল ক্ষেত্রের নিরপত্তার বিষয়ে পুলিশের ভূমিকা অগ্রগণ্য। বিশেষ করে অতিমারি চলাকালীন পুলিসের সদর্থক ভূমিকা আমাদের সকলেরই জানা। গত সপ্তাহে হুগলি জেলার কোন্নগরের ব্যস্ততম বাটার মোড়ে চোখে পড়ল এইরকমই একজন অস্থায়ী হোম গার্ডের মানবতার দিকটি।
বয়সে নবীন এই অস্থায়ী হোম গার্ড ব্যস্ততম রাস্তায় যান নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে করোনা আবহে যে সকল সাধারণ গরীব মানুষের দল পথে বেরিয়েছেন মাস্ক ছাড়া, সেই সকল মানুষগুলিকে সম্পুর্ন নিজের খরচে মাস্ক কিনে পরিয়ে দিয়ে সচেতন করে তুলছেন। ওই নবীন অস্থায়ী হোম গার্ডটি নিজের পরিচয় প্রকাশে অনিচ্ছুক, তিনি বলেন এটি আমাদের সকল মানুষের নৈতিক দায়িত্ব, তাই আমি নিজের প্রচার চাই না, কিন্তু চাই সকলে মিলে সচেতন হয়ে সরকারী নিয়ম মেনে করোনা অতিমারিকে রুখতে।