নিজস্ব সংবাদদাতা: বড়সড় সাফল্য হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের। ডায়মণ্ডহারবার থেকে পুলিশের জালে ধরা পড়ল সম্প্রতি হুগলিতে নৃশংসভাবে খুব হওয়া বিশু মালে’র হত্যার মূল অভিযুক্ত বিশাল দাস। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ডঃ হুমায়ুন কবীর জানান গত ১১ অক্টোবর, ২০২০ সন্ধ্যায বিশু মালকে কিডন্যাপ করে বিশাল দাস এবং ওইদিন রাতেই খুন করে বিশু মালকে।
ডঃ কবীর বলেন এই খুন টি নিয়ে মোট চারটি খুনের আসামী বিশালকে ধরতে চন্দননগর পুলিশ কমিশনারেটের এক বিশেষ দল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, ডায়মণ্ডহারবার এলাকায় সন্ধানে ছিল। ডঃ কবীর আরও বলেন তিনি নিজে ও সমগ্র চন্দননগর পুলিশ কমিশনারেট এই জঘন্য হত্যাকারীর কঠোর সাজার ব্যবস্থা করবেন।