নিজস্ব সংবাদদাতা, সংবাদ প্রতিখন: পুজো উপলক্ষে থ্যালাসেমিয়া রোগীদের তিন মাসের ওষুধ বিতরণ হুগলির শ্রীরামপুরের দাসবাড়ির দুর্গোপুজো উপলক্ষে আগামী ষষ্ঠীতে। সংবাদ প্রতিখনকে দেওয়া এক একান্ত সাক্ষাত্কারে এই পরিবারের অন্যতম প্রধান ডাঃ প্রদীপ কুমার দাস বলেন, তাঁদের বাড়ির পুজোয় তাঁরা শুধুমাত্র পুজো নয় এর সঙ্গে সঙ্গে সামাজিকতার কথা মাথায় রেখেই ও সমাজের সেই সকল অসুস্থরোগীদের কথা ভেবেই ওই দিন সন্ধ্যায় তাঁরা থ্যালাসেমিয়া রোগীদের তিন মাসের ওষুধ বিতরণ করবেন, এর পর দাস পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি আগমনী গানের আসরের।