‘মোদির উচিৎ যোগীকে রাজধর্ম পালনের নির্দেশ দেওয়া’-সাধন পান্ডে

3774bb39-be8c-4c1b-aa0a-ea0020fdb7f6সৌমাভ মণ্ডল,বসিরহাট, সংবাদ প্রতিখন: ‘মনীশ শুক্লার খুনীরা যে দলেরই সমর্থক তারা কঠিন শাস্তি পাবে। একটা গ‍্যাংস্টারইজমের এক অধ্যায়ের শেষ হলো। যে কোনো মৃত্যুই দুঃখজনক, গুলি করে খুন করা এটা একটা জঘন্য অপরাধ। যারাই করুক তারা কঠিন শাস্তি পাবে।’ বসিরহাটের ইয়ুথ রিক্রিয়েশন সেন্টারের পরিচালনায় এক রক্তদান শিবিরে এসে এমনই মন্তব্য করেন পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক ও স্বনির্ভর স্বনিযুক্ত দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে। পাশাপাশি উত্তরপ্রদেশের হাথরস কাণ্ড নিয়ে তিনি বলেন- ‘সামনের বছর ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করবে দেশ। এটা গান্ধীর দেশ কিন্তু যেভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে সেটা ভাবা যায়না। উত্তরপ্রদেশের যোগী পুলিশ যেভাবে গণতন্ত্রকে হত্যা করছে সেটা মানা সম্ভব না। বিজেপির প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গুজরাট দাঙ্গার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মোদিকে রাজ ধর্ম পালন করার কথা বলেছিলেন। এখন যোগীকে রাজ ধর্ম পালন করার কথা কেউ বলছেন না কেন? মোদির উচিৎ যোগীকে রাজধর্ম পালনের নির্দেশ দেওয়া। ভারতবর্ষের অর্ধেক নারী তথা মা আজ অত্যাচারিত। এর বিরুদ্ধে নারীসমাজের রুখে দাঁড়াতে হবে।’

gif advt

পাশাপাশি ঐ একই মঞ্চ থেকে রাজ‍্যের গণশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ্ চৌধুরী বলেন, ‘আরও বেশি করে বই পড়তে হবে। বই পড়া থেকে দূরে চলে যাচ্ছে মানুষ। বই পড়লে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।’

Untitled-1

এদিনের এই রক্তদানের মঞ্চে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার প্রশাসক তপন সরকার, বসিরহাটের বিশিষ্ট সমাজসেবী অসিত মজুমদার, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক  সুরজিৎ মিত্র, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীক রায় অধিকারী, তৃণমূল নেতা সুবীর সরকার সহ একাধিক সমাজসেবী।

advt-1advt-3advt-4advt-5Untitled-2

%d