হুগলীতে ধরা পড়ল ব্যাঙ্ক জালিয়াতের বড় চক্র

4dc431b1-a6f7-4be4-a8fe-5cd5b172079cপ্রবীর বোস: গত কয়েক বছর ধরে চন্দননগর, ভদ্রেশ্বর, হুগলি-চুঁচুড়া এলাকার ব্যাঙ্ক  গ্রাহকদের একাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠছিল এবং এরকম বেশকিছু অভিযোগ বিভিন্ন থানাতেও জমা পড়েছিল। এইসব অভিযোগ পেয়ে গত কয়েক মাস ধরে চন্দননগর পুলিশ কমিশনারেটের এক এডিসিপি পলাশ ঢালির নেতৃত্বে চন্দননগর থানার আইসি শুভেন্দু মুখোপাধ্যায় ও পুলিশ কর্মীরা হুগলি জেলার বিভিন্ন থানা এলাকায় ব্যাঙ্ক  প্রতারকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে, ও পরে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েকজনকে চন্দননগর থানার পুলিশ আটক করে। এদের মধ্যে তিনজনকে চন্দননগর আদালতে হাজির করান হলে বিচারক ঐ তিনজন অভিযুক্তকে পাঁচদিনের পুলিশের হেফাজতের নির্দেশ দিয়েছেন।

gif advt

পুলিশের সূত্রে জানা গেছে এরা বিভিন্ন গরিব মানুষের ব্যাঙ্ক একাউন্টের অথবা কে ওয়াইসির নাম্বার অথবা পাস বইটিকে নকল করে ব্যাঙ্ক  একাউন্ট থেকে টাকা তুলে নিতো। এছাড়াও অনেক গরিব মানুষ আছেন, তারা হয়তো লেখাপড়া জানেন না। তাদের কে সাহায্য করবার জন্য ব্যাঙ্ক এর একাউন্ট নাম্বার নিয়ে ধাপে ধাপে টাকা তুলে নিতো। এতে প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছেন।

Untitled-2

গত কয়েক মাস ধরে চন্দননগর, ভদ্রেশ্বর, চুঁচুড়ার বিভিন্ন ব্যাঙ্কে দেখা যাচ্ছিল একই ঘটনা। গ্রাহকদের বিভিন্ন একাউন্টে বেহিসেবি টাকা ঢুকছে। এরপরই ব্যাঙ্কের পক্ষ থেকে বিষয়টি চন্দননগর থানার পুলিশের কাছে ও চন্দননগর পুলিশ কমিশনারেট জানানো হয় ও পুলিশ প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আটক করে দোষীদের।

advt-1

এর পর পুলিশের জালে আরও ৭ জন ধরা পড়ে। সংবাদে প্রকাশ এরা প্রায় সকলেই ঝাড়খন্ডের বাসিন্দা, এরা চন্দননগরের অভিজাত পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো ও সাইবার কাফে চালাতো।

advt-5advt-4advt-3Untitled-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading