সরকারী স্বাস্থ্যবিধি না মেনে লক ডাউনে সালিসী সভার আয়োজন নসিবপুর পঞ্চায়েতে

3ef9f9a9-14c8-4311-8b0c-70b490a93547প্রবীর বোস: হুগলির সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েত সোমবার সপ্তাহের প্রথম দিনে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে  লক ডাউন না মেনে দিব্বি পঞ্চায়েতের কার্যালয় খুলে রেখে সালিসী সভা বসালো। এলাকাবাসীদের অভিযোগ প্রশাসন যখন নির্দেশ দিয়েছেন লক ডাউন মানার, এই লক ডাউনে মানুষকে ঘর থেকে বাইরে বেড়ানোর জন্য বারন করছেন, প্রয়োজণে শাস্তি দিচ্ছেন। ঠিক এই সময় হুগলির নসিবপুর পঞ্চায়েতের গিয়ে দেখা গেল উল্টোছবি। পরস্পরের মধ্যে দূরত্ব বজায় না রেখে ঠিকঠাক মাস্ক না ব্যবহার করে দিব্বি কার্যালয় খুলে রেখে শালিসি সভা করলেন নসিবপুর পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ধারা এবং ওই পঞ্চায়েতের সদস্যরা। 3c6d3dde-e05a-49bb-8652-42e3c01ecc4d

3ef9f9a9-14c8-4311-8b0c-70b490a93547

এই বিষয়ে উপপ্রধানের কাছে জানতে গেলে তিনি বলেন, আমরা কাজ করছি, পাবলিকের বাড়ির ঝগড়া মেটাতে আমরা এখানে সালিসী সভা বসিয়েছি, এইগুলি আমরা ছুটির দিনেই করি। লকডাউন মানার বিষয়ে ওনাকে প্রশ্ন করলে উনি বলেন আপনাদের যা করার করে নিতে পারেন। এখন প্রশ্ন শুধুমাত্র আপত্‍কালীন পরিষেবা ছাড়া অন্য সকল পরিষেবা যখন বন্ধ লক ডাউনে, তখন কী করে কোনও রকম সরকারী স্বাস্থ্যবিধি না মেনে এই ধরনের সভার আয়োজন করেন একটি পঞ্চায়েতের উপপ্রধান।

advt-4advt-5advt-1advt-2advt-3

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading