নিজস্ব সংবাদদাতা: “জেইই এবং নিট নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে পরীক্ষা নেওয়া উচিত। সেখানে কোনও ধরনের আন্দোলন করা ঠিক নয়। বিজেপি মনে করে এটা ক্লোজ চ্যাপ্টার। রাজ্য সরকারের উচিত এই পরীক্ষা যাতে ভালোভাবে হয় তার ব্যবস্থা করা”-শনিবার (২৮.৮.২০২০) হুগলীর শেওড়াফুলিতে এই কথা বললেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তিনি বলেন, “তৃণমূল ছাত্র পরিষদের যে কার্যক্রম ছিল তাতে দেখা গেছে প্রচুর লোকজন রাস্তায় বসে থেকে সেই কার্যক্রম দেখেছে। তাতে করোনা পরিস্থিতি তৈরি হলে তার দায়িত্ব কে নেবে? তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তো করোনা ছড়িয়েছে জায়গায় জায়গায়। তাদের মন্ত্রীদের করোনা হয়েছে, তাদের একজন এমএলএ দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে। করোনা নিয়ে অভিযোগের তির তৃণমূলের দিকেই। ছাত্র-ছাত্রীদের যাতে করোনা না হয় তার জন্য রাজ্য সরকারের সচেষ্ট ভূমিকা নেওয়া উচিত। কারণ পরীক্ষাটা রাজ্যে হবে”।
আজ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতর করায় শেওড়াফুলি পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দেন সায়ন্তন বসু। এরপর সায়ন্তনবাবু আরও বলেন, “মহরম নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় সেটাকে ইমপ্লিমেন্ট করা রাজ্য সরকারের দায়িত্ব। আর তা না করলে আদালত অবমাননার দায়ে পড়তে হবে রাজ্যকে”।
কেন্দ্রীয় শিক্ষা নীতির প্রসঙ্গে তিনি বলেন, “কেন্দ্রীয় শিক্ষানীতির সমালোচনা যারা করছে তারা কারা? রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলররা তৃণমূলের গৃহ ভৃত্যের কাজ করেন। তাদের কাজ তৃণমূল নেতাদের জামা কাপড় ধুয়ে দেওয়া। সেই জন্য তারা ভাইস চ্যান্সেলর হয়েছেন।