বন্যা দুর্গতদের পাশে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

IMG-20200829-WA0024নিজস্ব সংবাদদাতা: শনিবার (২৮.৮.২০২০), তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি  দিলীপ যাদব হুগলী জেলার খানাকুল ব্লকের বিস্তীর্ণ এলাকার বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রাণ  সামগ্রী তুলে দিলেন।  পাশাপাশি খানাকুল দু’নম্বর ব্লকের বন্যা প্রবণ এলাকাগুলি পরিদর্শন করেন এবং বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দেন।

advt-5advt-4advt-1advt-2advt-3

%d bloggers like this: