চন্দননগরে গলায় রুটি ঝুলিয়ে অভিনব প্রতিবাদ দেখালো বিএসএনএল কর্মীরা

IMG-20200829-WA0008প্রবীর বোস: গলায় রুটি ঝুলিয়ে হাতে প্রতিবাদের ব্যানার নিয়ে  অভিনব প্রতিবাদ দেখালো বিএসএনএল কর্মীরা। ২৮ আগস্ট ২০২০, চন্দননগরের জ্যোতির মোড়ে বিএসএনএল সংস্থাকে অন্যায়ভাবে বেসরকারিকরণ করার প্রতিবাদে ও এই সংস্থার ঠিকাকর্মীদের ১৬ মাসের বকেয়া বেতনের দাবিতে অভিনব এই বিক্ষোভ সামিল হন বিএসএনএল কর্মীরা। দীর্ঘ ১৬ মাস ধরে বন্ধ কর্মীদের বেতন তার সঙ্গে এই সংস্থাকে বেসরকারিকরণ করার সির্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদেই এদিন বিক্ষোভ দেখান বিএসএনএল কর্মীরা।

 

 

%d bloggers like this: