খানাকুলের বন্যা পরিস্থিতি দেখলেন পুলিশ সুপার

1a292b78-8f00-4780-8cd9-7820df79d6e2প্রবীর বোস: বৃহস্পতিবার সকালে খানাকুলের বন্যা পরিস্থিতি দেখতে ও এলাকার মানুষের কি কি সমস্যা আছে এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে এক ঝটিকা সফরে এলেন হুগলী জেলা গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু। গত কাল এলাকা পরিদর্শন করে গেছেন জেলাশাসক। ড্রোন ক্যামেরার সাহায্যে এবং নিজে ঘুরে দেখেছেন বন্য পরিস্থিতি। সব রকম সাহায্যের কথা তিনি বলেছেন। পৌরসভা ও পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক হবে বলেও তিনি জানান। তার সাথে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, আরামবাগের এস ডিপিও সহ একাধিক আধিকারিক। তারা হাজির হন গড়ের ঘাট এলাকায় । সেখান থেকে এলাকা ঘুরেও দেখেন পাশাপাশি জলমগ্ন গ্রাম গুলিতে ত্রান সামগ্রী পাঠান নৌকা করে। জেলা পুলিশের পক্ষ থেকে ত্রান সামগ্রী দেওয়া হয় জলমগ্ন মানুষজনদের হাতে। কিছুটা সুরাহা হলেও আতঙ্কে দিন কাটাচ্ছে বন্যা পরিস্থিতি হওয়া এলাকার মানুষ।

atdvadvt-1advt-2advt-3FVADVT

%d