স্বাধীনতা দিবসের প্রাক্কালে বসিরহাট মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকায় কড়া নজরদারি

e6b0bc2f-272c-46d4-9599-25e9e01b5167সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বসিরহাট মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকায় কড়া নজরদারি লক্ষ্য করা গেল। বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গুলিতে বিএসএফ ও পুলিশ নজরদারি, বসিরহাট মহকুমার উত্তরে স্বরূপনগর থেকে শুরু করে দক্ষিণে সুন্দরবন পর্যন্ত মোট ২৯৫ কিলোমিটার সীমান্ত এলাকা। এরমধ্যে স্থল সীমান্ত রয়েছে ১৪০ কিলোমিটার ও জলসীমা ১৫৫ কিলোমিটার। সর্বত্রই নজরদারি শুরু হয়েছে। চলছে সীমান্তরক্ষী বাহিনীর টহল। স্বরূপনগরের আরশিকারি সীমান্ত এলাকায় রাস্তা দিয়ে সাধারণ মানুষের যাতায়াতে নজর রাখছে সীমান্তরক্ষী বাহিনীর ১১২নং ব‍্যাটেলিয়ন। বসিরহাট মহকুমার সীমান্তবর্তী গ্রাম পানিতর, ঘোজাডাঙ্গা, তারালী, হাকিমপুর, আরশিকারি, কৈজুড়ী সহ বিভিন্ন সীমন্তে দিয়ে কেউ অনুপ্রবেশ করে নাশকতা যাতে না ঘটাতে পারে তার সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে বসিরহাট ইছামতি ব্রিজ, হাসনাবাদ বনবিবি সেতু, হিঙ্গলগঞ্জ কাটাখালি ব্রিজ গুলিতে বৃহস্পতিবার গভীর রাত থেকেই কড়া নজরদারি শুরু করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জিরো পয়েন্ট গুলিতে যেখানে কাঁটাতার নেই সেখানে মুহুর্মুহু টহল দিচ্ছে বিএসএফ। সুন্দরবনের রায়মঙ্গল, কালিন্দী ও সাহেবখালী সহ বিভিন্ন নদীতে স্পিডবোটে পাহারা দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। নদীর ধারে বাঁধের উপরেও চলছে কঠোর পাহারা।

advt-3

advt-2

FVADVT

advt-1

%d