এবার সামাজিক মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ভিডিও সিরিজে প্রচার-‘সোজা বাংলায় বলছি’

sbbনিজস্ব সংবাদদাতা: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে রাজ্যের অন্যতম বিরোধী শক্তি বিজেপীকে আটকাতে বাংলা ভাষাকে নিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছতে বদ্ধপরিকর। আসলে এই রাজ্যে বিজেপী মানুষের মনে বাঙ্গালিয়ানার ছোঁয়া আনতে হাতিয়ার করেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। আর বিজেপীর এই বাঙালিয়ানার হাতিয়ার কে ভোঁতা করতে রাজ্যের জনগনের সামনে এই রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের বিগত বচরগুলিতে কী কী সাফল্য ও উন্নয়ন করেছে তার খতিয়ান তুলে ধরতে সপ্তাহে তিন দিন (প্রতি বুধবার, শুক্রবার ও রবিবার সকাল ১১টায়) সামাজিক মাধ্যমে নিয়ে আসছে এক মিনিটের ছোট ছোট ভিডিও। এই এক মিনিটের ছোট ছোট ভিডিওগুলিতে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তাঁদের উন্নয়েনের খতিয়ান তুলে ধরবে তা নয়, এর মধ্য দিয়ে ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামতে বর্তমান কেন্দ্রের বিজেপী সরকারের অ-বিজেপী পরিচালিত রাজ্যগুলি যে ভাবে বংচনার শিকার হচ্ছে প্রতিনিয়ত তাও তুলে ধরা হবে বলে তৃণমূল সুত্রে জানা যায়।sbb2 ‘সোজা বাংলায় বলছি’ এই ভিডিয়ো সিরিজের উপস্থাপনায় থাকবেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা তিনবার ইন্ডিয়ান টেলিভিশন আকাদেমি-র ‘গেম শো হোস্ট অফ দা ইয়ার’ খেতাব জেতা প্রাক্তন কুইজ মাষ্টার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। উল্লেখ্য দিদিকে বলো’র অভাবনীয় সাফল্যের পর তৃণমূলের এই ভিডিও সিরিজও আপামর জনসাধারণের মধ্যে বিপুল সাড়া ফেলবেই বলে তৃণমূল সুত্রের খবর। আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত সামাজিক মাধ্যমে এই ভিডিও সিরিজ নিয়মিত চালু থাকবে বলে সংবাদে প্রকাশ।

%d bloggers like this: