নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কংগ্রেসের সংগঠনকে নতুন করে ঢেলে সাজানো হল আগামীর নির্বাচনকে মাথায় রেখে। সাংগঠনিক রদবদলে এবারে নতুন সংযোজন ২১ জনের এক সমন্বয় কমিটি ও ৭ জনের একটি কোর কমিটি। জেলা পর্যবেক্ষকের পদকে অবলুপ্ত করে নতুন করে দলের মধ্যে সমন্বয় সাধন ও আগামীর রাজনৈতিক কৌশল এবং নির্বাচনী কৌশল নির্ধারন করতেই এই দুই কমিটি গঠন বলে সংবাদে প্রকাশ।এই ২১ জনের সমন্বয় কমিটি ও ৭ জনের কোর কমিটিতে রয়েছেন হুগলি জেলার শ্রীরামপুরের তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্র হুগলি জেলার শ্রীরামপুর লোকসভার যুব তৃণমূল সভাপতি হিসাবে তুলে নিয়ে আসা হয়েছে একেবারে নতুন মুখ বৈদ্যবাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান বর্তমান প্রশাসক অরিন্দম গুঁইকে।