৭ দিনের জন্য মালদার দুই পুরসভা এলাকায় লকডাউন

malda-10রুহুল আলম, মালদা: মালদায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা রোজ দিন বেড়েই চলেছে। বর্তমানে মালদায় করোনা আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়ে। এই পরিস্থিতিতে প্রশাসন, বণিক সভা ও গাড়ি মালিকদের মিলিত সিদ্ধান্তে আগামী বুধবার থেকে জেলার দুই পুরসভা এলাকায় ফের সম্পূর্ণ লকডাউন শুরু হচ্ছে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকান আগামী সাতদিনের জন্য না খোলার নির্দেশ জারি করেছে প্রশাসন। পুরসভা এলাকায় জামাকাপড়, সোনার গহনা, ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি, হার্ডওয়ার এবং মদের দোকান বন্ধ থাকবে। রাস্তার কোনও ফলের দোকান, চায়ের দোকান, মিষ্টির দোকান এই দিনগুলিতে খোলা যাবে না। সমস্ত সবজি ও মাছের বাজার সকাল ১১টা পর্যন্ত খোলা থাকবে। অত্যাবশ্যকীয় দ্রব্যের দোকান শুধু খোলা থাকবে।malda-9 যান চলাচলের ক্ষেত্রে বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে মালদার রথবাড়িতে দাঁড়াবে। এরপর পুরাতন মালদা পুরসভা পার হয়ে পরবর্তী স্টপেজে দাঁড়াবে। সেইমতো বুধবার এই নিয়ম গুলিকে অমান্য করে পুরাতন মালদার মঙ্গলবাড়ী বাজারে ১১টার পরেও দেদার ব্যবসা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদা থানার পুলিশ। এবং সমস্ত বাজার, দোকানপাট বন্ধ করার নির্দেশ দেয়। এবং আইন অমান্য করলে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি করে পুলিশ। অন্যদিকে যান চলাচলের ক্ষেত্রে ও আইন অমান্য করার ছবি ধরা পরলো ক্যামেরায়। সরকারি বেসরকারি বাস পৌরসভা এলাকায় দাঁড়ানো মাত্রই কড়া ভাবে ব্যবস্থা নিল মঙ্গলবাড়ী ট্রাফিক পুলিশ। অটো, টোটো, রিক্সা, মোটরবাইক ও নাকা চেকিং করা হয় এদিন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading