পেট্রোপণ‍্যের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে বসিরহাট উত্তর বিধানসভায় তৃণমূলের ধিক্কার মিছিল

basirhatসৌমাভ মণ্ডল, বসিরহাট:  কেন্দ্রের পেট্রোপণ‍্যের মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভার হাসনাবাদ ব্লক তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হয়। এই মিছিল থেকে কেন্দ্রের পেট্রোলিয়াম নীতির বিরুদ্ধে ধিক্কার জানানো হয়। এই মিছিল থেকে বার্তা দেওয়া হয় যে দেশে লকডাউনের ফলে মানুষের মুখে অন্নের জোগান নেই, সেখানে কিভাবে কেন্দ্রীয় সরকার প্রতিদিন পেট্রোপণ‍্যের মূল‍্যবৃদ্ধি করে? এই মিছিল হাসনাবাদের আমলানি পঞ্চায়েতের তালপুকুর থেকে শুরু করে হাসনাবাদ-মালঞ্চ রোড ধরে হরিপুর পর্যন্ত স্থায়ী হয়। এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের হাসনাবাদ ব্লক সভাপতি এস্কেন্দার গাজী, বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এটিএম  আবদুল্লাহ্ রনি, মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি আখের আলি, হাসনাবাদ ব্লক যুব তৃণমূল সভাপতি আসলাম গাজী সহ অন‍্যান‍্য স্থানীয় তৃণমূল নেতা-নেত্রী ও কর্মী-সমর্থকরা।

%d bloggers like this: