“বিজেপি ক্ষমতালোভী,বাংলার মানুষের ভালো চায় না তাঁরা”-দিলীপ যাদব

4dbf19d7-6cb9-4c87-8320-20c802933d8eশুভদীপ দে, হুগলি:  সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব বলেন বিজেপি এর জন বিরোধী নীতির ফলে আজ পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছোঁয়া। যখন বিশ্ব মার্কেটে অপরিশোধিত তেলের দাম কমছে সেখানে ভারতে বিজেপি সরকার দাম বাড়িয়ে চলেছে। ২০২০ এর জানুয়ারি মাসে বিশ্বে ক্রুড  অয়েলে এর দাম ছিল ৬৬.২৫ তখন ভারতে পেট্রোল ছিল ৭৭.৭৯ আর ডিজেল ছিল ৭০.৩৮ আর এখন ২০২০ জুনে মাসে বিশ্বে ক্রুড অয়েল এর দাম ৪২.৭৯ কিন্তু পেট্রোল হল ৮১.১৭ এবং ডিজেলের দাম হলো ৭৫ টাকার উপর। মোদী সরকার হল মানুষ বিরোধী । মানুষ মারার সরকার। ডিজেলের শুল্ক বাড়িয়েছে দ্বিগুণ আর পেট্রোলের বেড়েছে ৬৫%। সার্ক দেশগুলোর মধ্যে ভারতে জ্বালানির দাম সবথেকে বেশি। কেন্দ্রের গরিব কল্যাণ রোজগার অভিযানে বাংলা কে ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছে। কোভিড ১৯ মহামারীর দরুন মোট ১৩.৮৪ লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরেছেন। ২৩ টা জেলার মধ্যে ২০ টা জেলায় ২৫০০০ এর বেশি শ্রমিক এর প্রত্যাবর্তনের মানদণ্ডের আওতায় পরে। কিন্তু মোদী সরকার বাংলাবিরোধি চক্রান্ত করে বাংলা কে এই প্রকল্প থেকে দূরে রেখেছে। এর থেকে প্রমানিত হয় যে বিজেপি শুধু ক্ষমতালোভী। বাংলার মানুষের ভালো করার জন্যে নয়। পি এম কেয়ারস ফান্ড এ স্বচ্ছতার অভাব আজ সব টাই আমাদের সামনে। বিজেপির এই জন বিরোধী এবং বাংলা বিরোধী নীতির বিরোধে হুগলী জেলা তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব এবং সহ কর্মীরা মানুষের কাছে যাবেন এবং এই জেলা থেকে বিজেপি কে হটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কে আরো শক্তিশালী করে ২০২১ এ সরকার গঠনে সহায়ক ভুমিকা রাখবে।

%d