জীবনদায়ী ওষুধ সহ জুতো ও বিড়ির পাচার রুখলো সীমান্ত রক্ষী বাহিনী

b925a2e2-9c8f-4cfd-bb63-4caসৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের ঘটনা। এদিন ভোরে ১৫৩ নং ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর ডি কোম্পানি চেকপোষ্টে যখন নিরাপত্তায় ছিল সেই সময় ইঞ্জিন ভ্যানে করে বিচুলির মধ্য দিয়ে ৮৫০প্যাকেট বিড়ি, ১৩০ জোড়া জুতো সঙ্গে থ‍্যালাসেমিয়া ও ক‍্যান্সারের জীবনদায়ী ওষুধের বেশ কয়েক জোড়া পেটি নিয়ে যাচ্ছিল ঘোজাডাঙ্গারই দক্ষিণ পাড়ার বাসিন্দা অজয় দাস ও ননী গোপাল দাস। বিএসএফ অনুমতি পত্র চাইলে এই দুই ব্যবসায়ীর কাছে উপযুক্ত মালের অনুমতি পত্র দেখাতে পারিনি। ইঞ্জিনভ্যানের মধ্যে বিচুলি গাদা খুলতেই বিএসএফের চক্ষু চড়কগাছ। তার মধ্যে থেকে একে একে বেরিয়ে আসে বিড়ি, ঔষধ ও জুতো।

বিএসএফ সূত্রের খবর এই মাল বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ব্যবসায়ীরা। তাদের কাছে কোনো বৈধ নথিপত্র ছিলনা। বিড়ি, ঔষধ ও জুতো এগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। ওই দুই ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading