শুভদীপ দে, হুগলি: রবিবার (১৪জুন) কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বড় বহেড়া ঝিলপাড়ের মোড়ে প্রায় ৩০০ জন দিন আনা দিন খাওয়া মানুষের হাতে শিক্ষা সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। এদিন সংগঠনের ৩০০ছাত্র-ছাত্রী স্থানীয় ও আশেপাশের বিভিন্ন এলাকার অতি দরিদ্র মানুষদের হাতে যে সব জিনিসপত্র তুলে দেন তা হলো খাতা, পেন, পেন্সিল, রাবার, বিস্কুট, চকলেট, খাদ্য সামগ্রী ও গাছ প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা এস এফআই হুগলি জেলা সম্পাদক আমৃতেন্দু দাস, এসএফআই হুগলি জেলার সভাপতি নবনীতা চক্রবর্তী, এসএফআই হুগলি জেলা কমিটির সদস্য টিনা কংস বণিক, রাজ্যের নেতা বাদশা দাস, এছাড়া প্রাক্তন নেতা-নেত্রীরা।
এসএফ আই এর পক্ষ থেকে নেতৃত্বরা জানান বর্তমানে করোনাভাইরাস এর জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ।খোঁজ নেই শাসক দলের বিধায়ক থেকে কোন নেতা মন্ত্রীর।নির্বাচিত প্রতিনিধিরা নিখোঁজ থাকলেও অবিরাম গরিব মানুষের পাশে আজও সমানভাবে শিক্ষা সামগ্রীর ডালি নিয়ে আছে এসএফআই। আগামী দিনেও থাকবে।