সুন্দরবনে দুর্গত এলাকায় পুলিশের ত্রাণ বিলি

IMG-20200526-WA0001সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কুলেরহাট গ্রামে তিন শতাধিক গৃহহীন ও দুর্গত মানুষের হাতে পানীয় জলের বোতল এবং শিশুদের বেবি ফুড, জামা কাপড়, ত্রিপল ও শুকনো খাবার তুলে দিলেন সম্প্রতি হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মন্ডল সহ অন‍্যান‍্য পুলিশ কর্মীরা। পাশাপাশি করোনা আবহে দুর্গত মানুষদের স্বাস্থ্য পরীক্ষাও করলেন তারা। ইতিমধ্যে হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল, কালিন্দী ও ডাঁসা নদী গুলির কয়েক হাজার বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ গ্রাম প্লাবিত। মাধবকাটি, কানাইকাটি, সরদারপাড়া, কুলেরহাট ও বাঁকড়া সহ বেশ কিছু গ্রাম এখনো জলের তলায়। একদিকে যখন বাঁধ মেরামতের কাজ চলছে অন্যদিকে তখন গ্রামবাসীরা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। তারা সর্বস্ব হারিয়েছে। সেই অবস্থায় পুলিশ তাদের পাশে দাঁড়ানোয় খুশি সকলে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading