সি.ই.এস.সি’র গাফিলতির কারণে মৃত তরুণ দমকলকর্মী

2a0d96ad-5699-4a8e-bbbd-cd8অনিমেষ মল্লিক: ঘূর্ণিঝড় আম্ফান বিপর্যয়ের পর হাওড়ার বেলুড়ে গাছ কাটতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেল তরুন দমকলকর্মী, রাজ্যের মুখ্যমন্ত্রীর মৃত দমকলকর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এর ঘোষণা। বালি দমকল কেন্দ্রের দমকল কর্মী বছর সাতাশের (২৭) সুকান্ত সিংহ রায়, হাওড়াতে  ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন। এ বিষয়ে দমকল বিভাগের দাবি সি.ই.এস.সি’র গাফিলতির জন্যেই তরুন দমকলকর্মীর প্রাণ গেল। সি.ই.এস.সি’র পক্ষ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বলে নিশ্চিত করার পরই দমকলকর্মী গাছ কাটতে ওঠে তারপরই এই ঘটনা যা খুবই বেদনাজনক। আম্ফান ঝড়ের তান্ডবে পড়ে যাওয়া গাছ কেটে পরিস্থিতি স্বাভাবিক করতে লড়াই করে চলা দমকল কর্মী ২৭ বছরের হুগলির সিঙ্গুরের তরতাজা যুবক সুকান্ত সিংহ রায় আজ গাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে অকালে চলে গেলেন। তাঁর মরদেহে মাল্যদান করে অন্তরের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী অরূপ রায় মহাশয় এবং শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয়। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী জানান এই ঘটনায় তিন জনকে আটক করা হয়েছেও যদি অভিযোগ প্রমাণিত হয় রাজ্যের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হবেও বলে জানানো হয়। সংবাদ প্রতিখনের পক্ষ থেকে মৃত দমকলকর্মীর পরিবারের প্রতি রইলো সমবেদনা।

%d bloggers like this: