শুভদীপ দে, হুগলি: রেশন না পেয়ে বৈদ্যবাটী পুরসভার সামনে জিটি রোড অবরোধ করে সাধারন মানুষ। অভিযোগ রেশনকার্ড থাকলেও মিলছে না রেশন। কাউন্সিলারদের কাছে গেলেও কোন কাজ হয়নি বলে অবরোধকারীরা জানান। তাঁরা বলেন পুরসভায় গিয়েও কোনো উত্তর মেলেনি। রেশন না পাওয়ার প্রতিবাদে সোমবার ১৮ মে বৈদ্যবাটি পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকে সাধারন মানুষ, পরে জিটি রোড অবরোধ করেন তাঁরা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের হাটিয়ে দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, রেশনের জন্য কুপন দেওয়া হবে বলা হয়েছিলো। বৈদ্যবাটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা আজ পুরসভার সামনে এসে লাইন দেয়।
যাদের রেশন কার্ড আছে তারাও রেশন পাচ্ছে না বলে অভিযোগ। আর যাদের রেশন কার্ড নেই তাদের কুপনের মাধ্যমে রেশন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। রেশন ডিলারের কাছে গেলে কাউন্সিলরের কাছে যেতে বলছে। কাউন্সিলাররা পুরসভায় যেতে বলছে।