নিজেদের খরচায় স্যানিটাইজেশন

rishra-2দেবদুলাল দাস, হুগলি: নিজেদের অফিস নিজেদের খরচে স্যানিটাইজেসন করলো রিষড়া পিপলস কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড। এই মূহুর্তে সারা দেশে যখন করোনার কারণে চলছে লক ডাউন, সেই মূহুর্তে আমাদের সমানভাবে ব্যাংকিং পরিষেবা যারা প্রদান করে চলেছেন তাদের মধ্যে রিষড়া পিপলস কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড ও অন্যতম। অফিস খোলা থাকাকালীন প্রায়ই নানা মানুষের ভিড় হয় এখানে। তাই এই সোসাইটির অধিকারিকরা সম্পূর্ণনিজেদের উদ্যোগে ও নিজেদের খরচায় সম্পুর্ন সোসাইটি ভবনটিকে স্যানিটাইজেসন করলেন সম্প্রতি।

%d bloggers like this: