পুলিশকর্মীদের সামান্য উপহার দিল বেসরকারী হাসপাতালের ডাক্তাররা

papaiশুভদীপ দে, হুগলি:  করোনা ভাইরাসের বিপদের দিনে যে সমস্ত পুলিশকর্মীরা রাস্তায় নেমে অক্লান্তভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, ও নিরাপত্তা দিচ্ছেন তাদের জন্য কিছু মানবিক ভাবনা চিন্তা করল উত্তরপাড়ার একটি বেসরকারী হাসপাতালের ডাক্তারবাবুরা। এদিন উত্তরপাড়া বালিখালের ওপরে যে সমস্ত পুলিশকর্মীরা ডিউটি করছেন তাদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন তাঁরা। এই বিষয়ে ওনারা জানালেন আমরা দুস্থ মানুষের জন্য প্রতিদিন কিছু না কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমরা আজ যে সমস্ত পুলিশ কর্মীরা ডিউটি করছেন তাদের হাতে দুধ ,চকলেট, ফলের জুস, হ্যান্ড স্যানিটাইজার, গ্লুকোজ এর মতন প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিলাম। আর এই সামান্য উপহার তাদের হাতে তুলে দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে। তার সঙ্গে সঙ্গে আমরা সমস্ত শহরবাসীকে অনুরোধ করছি। যে সমস্ত পুলিশকর্মীরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বিপদের দিনে আমাদের যারা সাহায্য করছেন তাদের পাশে আমাদের থাকা উচিত, এবং তাদের সঙ্গে আমাদের সহযোগিতা করা উচিত। এই বিষয়ে রাজ্য পুলিশের এক পুলিশ কর্তা বলেন খুব ভাল উদ্যোগ । এইভাবে পুলিশের পাশে দাঁড়ালে নিচুতলার পুলিশের আরো মনোবল বাড়বে।

%d bloggers like this: