দুঃস্থ মানুষদের ত্রাণ দিল বসিরহাটের ট্রাফিক পুলিশ

basir-traffic-9সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  করোনার আবহে লকডাউনের জেরে গৃহবন্দী দুঃস্থ মানুষ যখন খাবারের জন‍্য কষ্ট পাচ্ছে, তখন বসিরহাটে পুলিশের মানবিক মুখ দেখল জনগণ। বসিরহাট পুলিশের জেলার পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বারুই এর নির্দেশে বসিরহাট ট্রাফিক পুলিশের ডেপুটি পুলিশ সুপার আনন্দজিৎ হোড় ও বসিরহাট ট্রাফিক ও.সি. বিপ্লব দে এর তত্ত্বাবধানে প্রায় ৪০০ জনের মুখে অন্ন তোলার ব‍্যবস্থা করা হলো। প্রত‍্যেক প‍্যাকেটে ছিল চাল, ডাল, আলু, তেল সহ অন্যান্য দৈনন্দিন সামগ্রী। এই দুঃসময়ে এই ত্রাণ পেয়ে সাময়িক স্বস্তিতে প্রাপকরা।

সাধারণত যে পুলিশ করোনার মধ‍্যে মানুষকে সচেতন করে চলেছে তার পাশাপাশি পুলিশের এই দয়ালু মনোভাব মানুষের মনে তুলল এক আনন্দের হাওয়া।

%d bloggers like this: