অনিমেষ মল্লিক, হুগলি: করোনার প্রভাবে রুখতে যথেষ্ট তৎপর রিষড়া পৌরসভার কিছু ওয়ার্ড, সেই সকল ওয়ার্ডগুলির বেশ কিছু মানুষ সর্বদা তাদের ওয়ার্ডের নাগরিক বৃন্দের পাশে আছেন এই পরিস্থিতিতে। এমনিই এক ওয়ার্ড রিষড়া পৌরসভার রিষড়া ১০ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সহযোগিতায় ও মাননীয় পৌরপ্রধান বিজয় সাগর মিশ্রর পরিচালনায় রিষড়া ১০নম্বর ওয়ার্ড স্যানিটাইজ করা হয়। উপস্থিত ছিলেন ১০নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে দীপশঙ্কর দত্ত ও রৌনক যাদব।