অনিমেষ মল্লিক, হুগলি: করোনার প্রভাবে চলা লক ডাউনে চরম বিপাকে পড়েছেন সমাজের দিন আনা দিন খাওয়া মানুষজনেরা। সমাজের এইসকল অসহায় গরিব নাগরিকবৃন্দের পাশে দাঁড়াল বৈদ্যবাটী শহর তৃনমুল কংগ্রেস। আর এই কথা মাথায় রেখে বৈদ্যবাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে বৈদ্যবাটী শহর তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে মাননীয় পৌর পারিষদ সুবীর ঘোষ (ভাই দা) এর ঐকান্তিক প্রচেষ্টায় এবং আন্তরিকতায় গত ৫ এপ্রিল ওই ওয়ার্ডের দিন আনা দিন খাওয়া গরিব প্রান্তিক মানুষগুলির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বৈদ্যবাটী শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাল, আলু, বিস্কুট ইত্যাদি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।