নিজস্ব সংবাদদাতা: ভারতের অন্যতম অঙ্গরাজ্য সিকিম যা আকারে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হিসাবে খ্যাত। ধরার বুকে স্বর্গ – সিকিমের বর্ণনা দিতে গেলে এই কটি কথা সহজেই কলমের ডগায় উঠে আসে। প্রকৃতিরাণী তাঁর অকৃপণ হাতে আপন খেয়ালে সাজিয়ে তুলেছে সিকিমকে। প্রাচ্যের সুইজারল্যান্ড এই সিকিমেই এই ফেব্রুয়ারি মাসের শেষ লগ্নে বসতে চলেছে গ্লোব্যাল সিনেমা ফেস্টিভ্যাল ২০২০। আর ঠিক এই উপলক্ষে কলকাতার এক অভিজাত হোটেলে ভারতের ফিল্ম ফেডারেশন ও সিকিম ফিল্ম সমবায় সমিতি লিমিটেড এর পক্ষে থেকে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনের। সম্মেলনে উপস্থিত থেকে সিকিমের সিনেমা শিল্পের আগাম সমূহ সম্ভাবনার কথা বিস্তারিত তুলে ধরেন সিকিম সরকারের তথ্য ও জণসংযোগ সেক্রেটারি নম্রতা থাপা।
সিকিমের বিভিন্ন দিক অর্থাত্ ওখানকার প্রকৃতি, পরিবেশ এবং অন্যান্য পরিকাঠামো বিশেষ করে সিকিম এই মূহুর্তে ভাল সিনেমার জন্য নানা আধুনিক কারিগরী ব্যবস্থা এবং এক জানালা ব্যবস্থা সহযোগে সিকিম সকলকে আহ্বান জানায় বলে জানান গ্লোব্যাল সিনেমা ফেস্টিভ্যাল ২০২০ এর ফেস্টিভ্যাল ডিরেক্টর মৃণালিনী শ্রীবাস্তব।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, অভিনেত্রী গার্গী রায় চৌধুরী, ফ্যাশন ডিজাইনর অগ্নিমিত্রা পল, পরিবেশক অভিনতা অরিজিত্ দত্ত সহ পরিচালক ও সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনষ্টিটিউট এর ডিন অশোক বিশ্বনাথন ও ভারতের ফিল্ম ফেডারশনের সভাপতি ফিরদৌসুল হাসান। এই বছরের গ্লোব্যাল ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালের থিম কান্ট্রি আজারবাইজান।