মেয়ের অন্নপ্রাশন উপলক্ষ্যে পরিবেশ ও সমাজ সচেতনতার উদ্যোগ

WhatsApp-Image-2019-12-31-at-12.20qqqরাজকুমার দাস:  বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে নারীদের সম্মানের কথা সর্বত্র বলা হয় সেখানে এখনো  মেয়ে জন্ম নিলে অনেকেই মুখ গোমড়া করে। কিন্তু একটু আলাদা ভাবে মেয়ের মুখে ভাত করার প্রয়াস নিয়েছিল পশ্চিম মেদিনীপুরের শান্তনু পান্ডা ও শুভ্রা পান্ডা।  মেয়ে সুশানি’র অন্নপ্রাশন উপলক্ষে একটি অন্যরকম অনুষ্ঠান করল শান্তনু, দেশের বাড়ি পশ্চিম মেদিনীপুর এর গাঙ্গুরিয়া গ্রামে, ২৯ ডিসেম্বর,  ২০১৯ সকালে পরিবেশ দূষণ বিষয়ক একটি আলোচনা সভা হয় বাড়িতে। নারায়ণগড় ব্লকের মাননীয় বিডিও সাহেব চমৎকার বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে উঠে আসে জলসংকটের কথা। স্কুল কলেজ ক্লাব ইত্যাদি সংগঠন এই ধরনের সচেতনতা মূলক প্রোগ্রাম করে।

কিন্তু ব্যক্তিগত এবং পারিবারিক উদ্যোগের এই আয়োজনকে বিশেষভাবে অভিনন্দন জানান তিনি। উপস্থিত ছিলেন পাড়া প্রতিবেশী, গ্রামের মানুষ, গ্রামের প্রাইমারি ও জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা,  স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠিত হয় পরিবেশকেন্দ্রিক কুইজ। বিডিও সাহেবের হাত দিয়ে চটের ব্যাগ এবং চারাগাছ বিতরণ  করা হয়। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয় প্রধান শিক্ষকদের হাতে। পুরো গ্রাম প্রদক্ষিণ করে একটি ৱ্যালি। এই পরিবেশ ও সমাজ সচেতনতা মূলক ৱ্যালিতে ছাত্রশিক্ষক ছাড়াও অংশ গ্রহণ করেন পঞ্চায়েত সদস্য এবং গ্রামের মহিলারাও। কন্যা সন্তানও যে সমাজে সমান মর্যাদা ও সম্মান এর অধিকারী-পরিবেশ সচেতনতার পাশাপাশি এই বার্তাও তুলে ধরা হয় এই অভিনব অনুষ্ঠানের মাধ্যমে।

3b749-9a4f02_0a1a6303df76450fb31ff36c7368e2a1mv2

rishav-new-2-for-web

09828-9a4f02_2afa9dc21c6840f781c9711a60cb7e45mv2

%d bloggers like this: