নিজস্ব সংবাদদাতা: নিউটাউনের নজরুল তীর্থের মুক্ত মঞ্চে সম্প্রতি অনুষ্ঠিত হল “বিজয়া সর্বজয়া সম্মান ২০১৯” সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজক হেলো হেরিটেজ ও চিত্রাঙ্গদা। হেমন্তের সন্ধ্যায় এই মনোজ্ঞ অনুষ্ঠানে মোট ১১ জন কৃতী মহিলাকে পুরস্কৃত করা হল তাঁদের স্ব স্ব ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য। পুরস্কার গুলি নামাঙ্কিত হয়েছে সিস্টার নিবেদিতা, রাণী রাসমণি, নটী বিনোদিনী, বাসন্তী দেবীর মতো কিংবদন্তীদের নামে। পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও নোবেলজয়ী শ্রী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়, লেখিকা এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞা ঋত্বিকা ব্যানার্জি, ইংলিশ চ্যানেল অতিক্রম করা সাঁতারু সায়নী দাস প্রমূখ। শিক্ষার অঙ্গনে শ্রীমতি ঋত্বিকা ব্যানার্জিকে তাঁর অবদানের জন্য “সিস্টার নিবেদিতা সম্মান স্মারক” প্রদান করা হয়। সকল পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন হিডকোর চেয়ারম্যান শ্রী দেবাশিস সেন।
সেদিন মঞ্চে ঋত্বিকা ব্যানার্জি তাঁর ছোট্ট বক্তব্যে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে স্মার্ট ফোন এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্ক বার্তা দেন–যা সকলকে আগামীদিনে সুরক্ষিত থাকতে সাহায্য করবে। সায়নী দাস তাঁর গভীর জলের অভিজ্ঞতার রোমহর্ষক কাহিনী শোনান।
এমন ভাবেই মঞ্চে উপস্থিত সকলে এক এক করে নিজেদের বক্তব্য রাখেন। সবশেষে নির্মলা বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী শ্রী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার কিছু স্মৃতি সকলের সামনে তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি অনায়াস দক্ষতায় পরিচালনা করেন বিশিষ্ট কিউরেটর ও হেলো হেরিটেজের কর্ণধার শ্রীমতি রেশমি চ্যাটার্জি।