ত্রিপুরার সংবাদদাতা: করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার চোরাইবাড়ি পুলিশ ওয়াচ পোষ্টের রুটিন তল্লাশিতে ফের ধরা পড়ল তিন নাইজেরিয়ান নাগরিক। ধৃতরা সবাই যুবক। জানা গেছে শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ ধৃতরা আগরতলা থেকে রায়ন নৈশ বাসে চেঁপে গুয়াহাটিতে পাড়ি দেবার পথে চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ে। বাজারিছড়া থানার ওসি বি এন মালসেম থিক জানান ধৃতরা ইতিপূর্বে ধরা পড়া এক যুবতি সহ তিন নাইজেরিয়ান যুবকদের ন্যায় নিজেদেরকে ফুটবলার বলে বাংলাদেশে খেলতে এসে পথ ভুলে ভারতে প্রবেশ করেছে বলে জাহিরের চেষ্টা করছে। তাদের হাতে পাসপোর্ট সহ বাংলাদেশী ভিসা ও সে দেশের প্রমাণপত্র থাকলেও ওদের হাতে ভারতীয় কোনও বৈধ ভিসা পাওয়া যায়নি। সহজেই অনুমেয় যে ওরা কুমতলবে বাংলাদেশী দালালদের হাত ধরে অন্যায় উপায়ে ভারতে প্রবেশ করেছে। ওসি আরও জানান যে ধৃতরা ইংরেজী ও হিন্দি ভাষায় কথা বলতে না পারায় তাদের সমস্যা হচ্ছে। তাদের বাড়ি নাইজেরিয়া শহরের পোষ্ট অফিস রোড ইডো ষ্টেটে বলে ধৃতরা জানিয়েছে।
তাদের মধ্যে রয়েছে অনিযাইবি,এজানিয়া ওয়ারা ও এ্যাসিমি। ধৃতদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০এর মধ্যে। কিন্তু তারা ভারতের বিভিন্ন স্থানে ধরা পড়া অন্যান্য নাইজেরিয়ানদের সম্পর্কে কিছুই জানে না বলে পুলিশের প্রাথমিক জেরায় জানিয়েছে। উল্লেখ্য যে গত ৩ নভেম্বর তারিখে অনুরুপ ভাবে চোরাইবাড়ি পুলিশের জালে ধরা পড়েছিল এক যুবতি সহ তিন নাইজেরিয়ান।
এর আগের দিন আগরতলা পুলিশের হাতে ধরা পড়ে আরও চার নাইজেরিয়ান যুবক। পরে তাদেরকে কোর্টে তুলে রিমান্ডে নেওয়ার পর ট্রান্সলেটরের সাহায্যে জেরা করে জানা যায় যে তারা বিভিন্ন দালালদের মাধ্যমে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ব্যবসার জন্য। তিন দফায় অসম সহ ত্রিপুরায় দশ জন নাইজেরিয়ান নাগরিক ধরা পড়ায় সীমান্ত সুরক্ষার দিক নিয়ে এলাকার সচেতন মহলে স্বাভাবিক ভাবে নানা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।