প্রবীর বোস, হুগলি: এখন কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে বলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। রাজ্য সভাপতি গতকাল, ১৫ নভেম্বর হুগলী জেলার আরামবাগের গড়বাড়িতে এক দলীয় সমাবেশে বক্তব্য রাখছিলেন। তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের টাকা লুট করা হয়েছে। তিনি বলেন, হিংসা দিয়ে কেউ বিজেপি কে আটকাতে পারবে না। কমিউনিস্টরা শেষ হয়ে গেছে। দিল্লীর জে এন ইউ বিশ্ববিদ্যালয়ে বিবেকানন্দের মূর্তিতে অশ্লীল ভাষা লেখা হয়েছে। এরা দেশের শত্রু। দেশের মহাপুরুষদের এরা সম্মান করে না। দেশের আদর্শকে, ইতিহাসকে সম্মান করে না তাই মানুষ এদের বিদায় করেছে। মানুষ বিজেপির পাশে আছে। আগামী দিনে নতুন বাংলা গড়ার চেষ্টা করছে বিজেপি বলে তিনি মন্তব্য করেন।