সঞ্জয় মুখোপাধ্যায়, কলকাতা: বাঙালির সেরা উত্সবে মাতোয়ারা সারা দেশ তথা আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ। এই রাজ্যের নানা প্রান্তের সঙ্গে শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ চিরপরিচিত ছবি। অষ্ঠমীর সকালে সম্পাদকের অনুরোধ এড়াতে না পেরে অবশেষে বেরিয়ে পড়লাম। টুকরো টুকরো কিছু কথা ও ছবির সমাহারে আপনাদের জন্য আজ দক্ষিণ কলকাতার কিছু বিশেষ সর্ব্বজনীন পূজা তুলে ধরার এক ক্ষুদ্র প্রয়াস আপনাদের জন্য। মহেশতলা জিঞ্জিরাবাজার সংলগ্ন এলাকার বান্দালপাড়া’র ফরওয়ার্ড ক্লাবের রজত জয়ন্তী বর্ষের প্রতিমা। এই বছর এই পুজো ২৫ বছরে। ২৫ বছরে ফরওয়ার্ড ক্লাবের সদস্যরা স্থানীয় মানুষদের উপহার দিয়েছে দেবী দুর্গার পাথরের মূর্তি। ক্লাবের অন্যতম সদস্য সন্দীপ মণ্ডল জানালেন তাঁদের অনেকদিনের মনস্কামনা এই বছর তাঁরা পূর্ণ করতে সক্ষম হয়েছেন। থিমের স্রোতে গা না ভাসিয়ে দেবীকে তাঁরা সারা বছর আপন করে নিতে মায়ের পাথরের মূর্তি স্থাপন করলেন এই বছর। কলকাতার বুকে ২৩ পল্লীর পর এই ক্লাবের দুর্গা প্রতিমাই একমাত্র সারা বছর পূজিতা হবেন।
পায়ে পায়ে এগিয়ে চললাম, এবার হাজির জিঞ্জিরাবাজার এলাকারই অপর এক পূজামন্ডপে। ১৫ বছরে পদার্পণ করা বান্দালপাড়া পল্লীমঙ্গল সমিতির পূজায়। এই সমিতির প্রাক্তন সম্পাদক অভিজিত্ মণ্ডল জানলেন যেহেতু তাঁদের এলাকায় কোনও পূজা ছিল না, তাই তাঁরা এই পুজো শুরু করেন।
এবারে সোজা হাজির দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র হাজরা মোড়ের হাজরা পার্ক দুর্গোত্সব প্রাঙ্গণে। এই বছর এই পুজোর থিম যান্ত্রীকতার মধ্যে একটুখানি প্রাণ খুঁজে নেওয়া। আমাদের প্রতিদিনের যান্ত্রিক জীবনের নাগপাশ থেকে নিজেদের কিছুটা হলেও প্রাণ খুলে বাঁচতে শেখায় এই পুজো। আমাদের চারিদিকে ঘিরে রয়েছে নানা পাসওয়ার্ড আর এই পাশওয়ার্ড নিয়েই হাজরা পার্ক আয়োজন করেছে তাঁদের ২০১৯ এই পুজো বলে জানালেন পুজো কমিটির পক্ষে রাজীব সাউ।
এবার হাজির খিদিরপুরের ২৫ পল্লীর পূজা মন্ডপে। ২৫ পল্লীর এই বছরের থিম দহন, আমাদের পরিবেশকে আমরা নিজের কিভাবে দিনে দিনে নষ্ট করে ফেলছি আর যেভাবে আমরা প্রতিনিয়ত প্লাস্টিকের ব্যবহার বাড়িয়ে তুলেছি সেটা আমাদের জীবনকে কিভাবে দহন করছে, সেটাই ২৫ পল্লীর এবারের পুজোর মূল বিষয়। এখানকার পুজোর সামগ্রিক পরিকল্পনায় রয়েছেন শিল্পী সনাতন দিন্দা।
(নিজস্ব চিত্র)