ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিক: ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার অধীন জুমবাড়ি এলাকার রেল লাইনের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারে স্থানীয় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। খবরে প্রকাশ জুমবাড়ি এলাকার রেল লাইনের পাশের গভীর জঙ্গলে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় মানুষজন মুঙ্গিয়াকামী থানায় খবর দিলে পুলিশ, দমকল বিভাগের কর্মীরা ও রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মৃতদেহটিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতলের মর্গে স্থানান্তরিত করা হয়। ঠিক কোন কারণে ওই যুবকের ওইভাবে ওখানে এল তা নিয়ে নানা সন্দেহ উঁকি মারছে সাধারণের মনে।(নিজস্ব চিত্র)