নিজস্ব সংবাদদাতা: হুগলির শ্রীরামপুর শহরের বুকে ব্যতিক্রমী এক উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইল ৭ সেপ্টেম্বর ২০১৯। এদিন থেকে শ্রীরামপুর মাহেশের বিনোদভবনে শুরু হল বুটিক রামধনু’র প্রাক পূজা মিলন মেলা, হস্তশিল্প ও পোষাকের এক প্রদর্শনী। এদিন রমেশ চন্দ্র দেব স্মৃতি রক্ষা সমিতির তিনজন ক্ষুদে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের হাত দিয়ে শুভ সূচনা হয় এই বছরের বুটিক রামধনুর বার্ষিক প্রদর্শনী। প্রদর্শনীতে মহিলাদের জন্য রয়েছে নানা ডিজাইনার শাড়ি সহ নানান পোষাক সঙ্গে রয়েছে হস্তশিল্পের সম্ভার। দুই দিনের এই প্রদর্শনী শেষ হচ্ছে আগামীকাল ৮ সেপ্টেম্বর।
তাদের এই প্রাক পূজা মিলন মেলা সম্পর্কে শ্রীরামপুর শহরের নবীন উদীয়মান অভিনেতা ও বাচিক শিল্পী অর্ণব ব্যানার্জী জানান তাঁরা বছরে তাদের নিজস্ব প্রতিষ্ঠানের হাতে তৈরি পোষাক ও গয়নার সম্ভার নিয়ে আয়োজন করেন প্রদর্শনীর। তিনি জানান তাঁরা তাদের এই বছরের প্রদর্শনীর উদ্বোধন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের হাত দিয়ে করালেন শুধুমাত্র সামাজিক সচেতনতা বৃদ্ধির কারণে।
এদিন বুটিক রামধনুর পক্ষ থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত ওই সকল শিশুদের হাতে তাঁদের প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। (নিজস্ব চিত্র)